Wellcome to National Portal

* * * ‘সমবায়ের যাদুস্পর্শে সোনার বাংলাদেশ বিনির্মাণে মূল্যবোধের চর্চা ও সমবায়ভিত্তিক সমাজ গঠন করে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করি’- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। * * * রুপকল্প: টেকসই সমবায়, টেকসই উন্নয়ন। * * * অভিলক্ষ্য: সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা।* *

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আপীল মামলা
বিস্তারিত
  • সদস্য পদ বাতিল বা বহিষ্কার আদেশের বিরুদ্ধে নিবন্ধকের নিকট,
  • নির্বাচনে মনোনয়ন পত্র বৈধ বা বাতিল আদেশের বিরুদ্ধে নিবন্ধকের নিকট,
  • সকল নির্বাহী আদেশের বিরুদ্ধে পরবর্তী উধ্বর্তন প্রশাসনিক কর্মকর্তার নিকট আপীল করা যায়।
  • আইনের ধারা ৫০ মোতাবেক প্রদত্ত রায় ব্যতীত সকল আদেশ নির্বাহী আদেশ।
  • জেলা সমবায় অফিসারের রায়ের বিরুদ্ধে উপ-নিবন্ধক বিচার বরাবর এবং উপ-নিবন্ধক বিচারের দেয়া রায়ের বিরুদ্ধে যুগ্ম নিবন্ধক বরাবর আপীল করতে হয়।
  • আপীল মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করা হয়।

ডাউনলোড

বিভাগীয় সমবায় কার্যালয়, সিলেট এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম...   সমবায় গড়ুন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অংশীদার হোন -------