বিভাগীয় যুগ্মনিবন্ধক জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন মহদয়ের সার্বিক নির্দেশনায় অত্র কার্যালয় এর সম্মেলন কক্ষে বিগত ১৮ মার্চ২০২৫ খ্রিঃ তারিখে দিনব্যাপী ডি-নথির উপর প্রশিক্ষণ আয়োজন করা করা হয়। উক্ত প্রশিক্ষণে বিভাগাধীন ৪টি জেলার জেলা সমবায় কর্মকর্তাগণ এবং জেলার ফোকাল পয়েন্ট কর্মকর্তাগণ,বিভিন্ন উপজেলার উপজেলা সমবায় কর্মকর্তাগণসহ বিভাগীয় সমবায় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে ডি-নথির উপর ব্যবহারিক জ্ঞানলব্দ করেন। উক্ত প্রশিক্ষণে জনাব দেবদ্যুতি পাল , পরিদর্শক ,জেলা সমবায় কার্যালয় মূল রিসোর্স পার্সন হিসেবে অংশ গ্রণণ করেন। সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক জনাব শরিফুল ইসলাম উদ্বোধক হিসেবে প্রশক্ষণের শুভ উদ্বোধন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন । উক্ত প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক হিসেবে জনাব বশির আহমেদ, উপনিবন্ধক(প্রশাসন) বিভাগীয় সমবায় কার্যালয় সিলেট দায়িত্ব পালন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS