Wellcome to National Portal

* * * ‘সমবায়ের যাদুস্পর্শে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে মূল্যবোধের চর্চা ও সমবায়ভিত্তিক সমাজ গঠন করে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করি’ * * * টেকসই সমবায়, টেকসই উন্নয়ন। * * * অভিলক্ষ্য: সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা।* * *

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
A day long Training on D-nothi
Details

বিভাগীয় যুগ্মনিবন্ধক  জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন মহদয়ের সার্বিক নির্দেশনায় অত্র  কার্যালয়  এর  সম্মেলন  কক্ষে বিগত ১৮ মার্চ২০২৫ খ্রিঃ তারিখে দিনব্যাপী ডি-নথির উপর প্রশিক্ষণ আয়োজন করা করা হয়। উক্ত প্রশিক্ষণে বিভাগাধীন ৪টি জেলার  জেলা সমবায় কর্মকর্তাগণ এবং জেলার ফোকাল পয়েন্ট কর্মকর্তাগণ,বিভিন্ন উপজেলার উপজেলা সমবায় কর্মকর্তাগণসহ বিভাগীয় সমবায় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে ডি-নথির উপর ব্যবহারিক জ্ঞানলব্দ করেন। উক্ত প্রশিক্ষণে জনাব দেবদ্যুতি পাল , পরিদর্শক ,জেলা সমবায় কার্যালয় মূল রিসোর্স পার্সন হিসেবে অংশ গ্রণণ করেন। সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক জনাব শরিফুল ইসলাম উদ্বোধক হিসেবে প্রশক্ষণের শুভ উদ্বোধন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন  । উক্ত প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক হিসেবে জনাব বশির আহমেদ, উপনিবন্ধক(প্রশাসন) বিভাগীয় সমবায় কার্যালয় সিলেট দায়িত্ব পালন করেন। 

Attachments
Publish Date
19/03/2025
Archieve Date
31/12/2025

বিভাগীয় সমবায় কার্যালয়, সিলেট এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম...   সমবায় গড়ুন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অংশীদার হোন -------